পান্না গ্ৰুপের বিভাগীয় পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

১৭ জুন ২০২৩, ০৯:৪৮ পিএম | আপডেট: ১৮ জুন ২০২৩, ১২:০২ এএম

দেশের ব্যাটারি শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনা পান্না গ্ৰুপের বিভাগীয় পরিবেশক সম্মেলন রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় ও জেলা শহরগুলো থেকে আসা আট শতাধিক পরিবেশকের অংশগ্রহনে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্না গ্ৰুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আশরাফুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সায়েদ ও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার অজয় কুমার দাস। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পরিবেশকদের পুরস্কৃত করা হয়।

18th Edition of Automechanika Dubai 2021

Panna Group participated the 18th edition of Automechanika Dubai 2021, the Middle East and Africa’s largest automotive service industry trade fair.

GRAND LAUNCHING VOLVO GOLD (AMF) BATTERY

দুবাই মার্কেটে ব্যাটারী রপ্তানী

ব্যাটারী শিল্পে বাংলাদেশের পথিকৃত পান্না-গ্রুপ দীর্ঘ দিন ধরে দেশীয় চাহিদা মিটিয়ে বিশ্বের বহু দেশে আধুনিক প্রযুক্তিতে তৈরী পরিবেশ-বান্ধব ব্যাটারী রপ্তানী করে আসছে। প্রতি বছর পান্না-গ্রুপ দুবাই মার্কেটে আড়াই শ’ কনটেইনার ব্যাটারী রপ্তানী করে এবং এই চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পান্না-গ্রুপের অগ্রযাত্রায় আমরা গর্বিত ও আনন্দিত।

আন্তর্জাতিক মানের ব্যাটারী বিশ্বের উন্নত দেশগুলোতে বাজারজাত করণ

পান্না গ্রুপের আন্তর্জাতিক মানের সর্বোৎকৃষ্ট প্রযুক্তিতে (জার্মান প্রযুক্তি) তৈরী সুপার  (Maintenance Free) ব্যাটারী অস্ট্রেলিয়ায় বাজারজাত করণ শুরু করেছে। এছাড়া পান্না গ্রুপ বিশ্বের উন্নত দেশগুলোতে যেমন, রাশিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, মিডল-ইস্ট, নেপাল ও ভারতে ব্যাটারী রপ্তানী করছে।

আলহাজ্জ্ব মোঃ আলাউদ্দিন খাঁন এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, পান্না পরিবারবর্গ।

আলহাজ্জ্ব মোঃ আলাউদ্দিন খাঁন এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, পান্না পরিবারবর্গ।

জার্মানীর পাঞ্চ ও সম্প্রসারিত গ্রীড প্রযুক্তি সংযুক্ত |

ব্যাটারি শিল্পে বাংলাদেশের পথিকৃত পান্না-গ্রুপ সম্প্রতি তার ব্যাটারি উৎপাদন কাঠামোতে জার্মানীর পাঞ্চ ও সম্প্রসারিত গ্রীড প্রযুক্তি (ওয়াইড রেঞ্জ টেক) সংযুক্ত করেছে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবটিক অপারেশনের মাধ্যমে বিশ্ব মানের ব্যাটারি উৎপাদন ক’রে বিশ্বের উন্নত দেশে ব্যাটারি রপ্তানী শুরু করেছে।

উত্তরায় “ভলবো ব্যাটারী ওয়ানস্টপ সেলস এন্ড সার্ভিস সেন্টার” এর শুভ উদ্বোধন।

অগণিত গ্রাহক ক্রেতা শুভানুধ্যায়ী , ডিলার ও রিটেইলারদের দীর্ঘ দিনের প্রত্যাশা মেটাতে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তরার ১নং সেক্টরে পান্না গ্রুপের “ভলবো ব্যাটারী ওয়ান স্টপ সেলস্‌ এন্ড সার্ভিস সেন্টার” এর  শুভ উদ্বোধন  হলো। পান্না গ্রপের ম্যানেজিং ডিরেক্টর জনাব আলহাজ্ব মোঃ লোকমান হোসেন উক্ত সেলস্‌ এন্ড সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পান্না গ্রপের সি.ই.ও জনাব এম হাফিজুর রহমান, ডিরেক্টর প্রকিউরমেন্ট  জনাব মোঃ ইসমাইল হোসেন, পান্না ডিস্ট্রিবিউশন লিঃ এর জি.এম  (সেলস এন্ড মার্কেটিং) জনাব ওসমান, জনাব ফিরোজুল কবির (এজিএম সেলস্‌ এন্ড মার্কেটিং), জনাব আব্দুল লতিফ জাহিদ (এজিএম প্রোডাক্ট এন্ড সার্ভিস), জনাব মাহফুজুর রহমান (সি: ম্যানেজার সেলস্‌ এন্ড মার্কেটিং), ব্র্যান্ড ম্যানেজার শামীম আল মামুন সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও সম্মানিত ডিলার ও রিটেইলারগণ।

এই সেলস্‌ এন্ড সার্ভিস সেন্টারের মাধ্যমে পান্না গ্রুপ- ফ্রি ব্যাটারী চেক আপ, ব্যাটারী রিপ্লেসমেন্ট, ব্যাটারী ও আইপিএস বিক্রি ও বিক্রোত্তর সেবা প্রদান, আইপিএস ও ব্যাটারী সংক্রান্ত পরামর্শ সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে।

“হাজী আলাউদ্দিন খান সেতু”-র শুভ উদ্বোধন

পান্না ব্যাটারীর ফ্যাক্টরীর অভ্যন্তরে (পশ্চিম রসুলপুর,কামরাংগির চড়,ঢাকা-১২১১),১৯-০৯-২০১৫ তারিখে “হাজী আলাউদ্দিন খান সেতু”-র শুভ উদ্বোধন করা হয়।

নতুন ঠিকানায় মতিঝিল “ভলভো ব্যাটারির সার্ভিস সেন্টার”

মতিঝিল  এর “ভলভো ব্যাটারীর সার্ভিস সেন্টার” এখন ১৮৬,ইনার সার্কলার রোড,(হোটেল আল-হেলাল ভবন,আরামবাগে),০১-০৯-২০১৫ তারিখে এর শুভ উদ্বোধন করা হয় ।