পান্না ব্যাটারীর ফ্যাক্টরীর অভ্যন্তরে (পশ্চিম রসুলপুর,কামরাংগির চড়,ঢাকা-১২১১),১৯-০৯-২০১৫ তারিখে “হাজী আলাউদ্দিন খান সেতু”-র শুভ উদ্বোধন করা হয়।
দুবাই মার্কেটে ব্যাটারী রপ্তানী
/in News /by Panna Groupআন্তর্জাতিক মানের ব্যাটারী বিশ্বের উন্নত দেশগুলোতে বাজারজাত করণ
/in News /by Panna Groupপান্না গ্রুপের আন্তর্জাতিক মানের সর্বোৎকৃষ্ট প্রযুক্তিতে (জার্মান প্রযুক্তি) তৈরী সুপার (Maintenance Free) ব্যাটারী অস্ট্রেলিয়ায় বাজারজাত করণ শুরু করেছে। এছাড়া পান্না গ্রুপ বিশ্বের উন্নত দেশগুলোতে যেমন, রাশিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, মিডল-ইস্ট, নেপাল ও ভারতে ব্যাটারী রপ্তানী করছে।
আলহাজ্জ্ব মোঃ আলাউদ্দিন খাঁন এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, পান্না পরিবারবর্গ।
/in News /by Panna Groupআলহাজ্জ্ব মোঃ আলাউদ্দিন খাঁন এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, পান্না পরিবারবর্গ।
জার্মানীর পাঞ্চ ও সম্প্রসারিত গ্রীড প্রযুক্তি সংযুক্ত |
/in News /by Panna Groupব্যাটারি শিল্পে বাংলাদেশের পথিকৃত পান্না-গ্রুপ সম্প্রতি তার ব্যাটারি উৎপাদন কাঠামোতে জার্মানীর পাঞ্চ ও সম্প্রসারিত গ্রীড প্রযুক্তি (ওয়াইড রেঞ্জ টেক) সংযুক্ত করেছে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবটিক অপারেশনের মাধ্যমে বিশ্ব মানের ব্যাটারি উৎপাদন ক’রে বিশ্বের উন্নত দেশে ব্যাটারি রপ্তানী শুরু করেছে।
উত্তরায় “ভলবো ব্যাটারী ওয়ানস্টপ সেলস এন্ড সার্ভিস সেন্টার” এর শুভ উদ্বোধন।
/in News /by rakplanetঅগণিত গ্রাহক ক্রেতা শুভানুধ্যায়ী , ডিলার ও রিটেইলারদের দীর্ঘ দিনের প্রত্যাশা মেটাতে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তরার ১নং সেক্টরে পান্না গ্রুপের “ভলবো ব্যাটারী ওয়ান স্টপ সেলস্ এন্ড সার্ভিস সেন্টার” এর শুভ উদ্বোধন হলো। পান্না গ্রপের ম্যানেজিং ডিরেক্টর জনাব আলহাজ্ব মোঃ লোকমান হোসেন উক্ত সেলস্ এন্ড সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পান্না গ্রপের সি.ই.ও জনাব এম হাফিজুর রহমান, ডিরেক্টর প্রকিউরমেন্ট জনাব মোঃ ইসমাইল হোসেন, পান্না ডিস্ট্রিবিউশন লিঃ এর জি.এম (সেলস এন্ড মার্কেটিং) জনাব ওসমান, জনাব ফিরোজুল কবির (এজিএম সেলস্ এন্ড মার্কেটিং), জনাব আব্দুল লতিফ জাহিদ (এজিএম প্রোডাক্ট এন্ড সার্ভিস), জনাব মাহফুজুর রহমান (সি: ম্যানেজার সেলস্ এন্ড মার্কেটিং), ব্র্যান্ড ম্যানেজার শামীম আল মামুন সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও সম্মানিত ডিলার ও রিটেইলারগণ।
এই সেলস্ এন্ড সার্ভিস সেন্টারের মাধ্যমে পান্না গ্রুপ- ফ্রি ব্যাটারী চেক আপ, ব্যাটারী রিপ্লেসমেন্ট, ব্যাটারী ও আইপিএস বিক্রি ও বিক্রোত্তর সেবা প্রদান, আইপিএস ও ব্যাটারী সংক্রান্ত পরামর্শ সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে।
নতুন ঠিকানায় মতিঝিল “ভলভো ব্যাটারির সার্ভিস সেন্টার”
/in News /by rakplanetমতিঝিল এর “ভলভো ব্যাটারীর সার্ভিস সেন্টার” এখন ১৮৬,ইনার সার্কলার রোড,(হোটেল আল-হেলাল ভবন,আরামবাগে),০১-০৯-২০১৫ তারিখে এর শুভ উদ্বোধন করা হয় ।
নতুন ঠিকানায় ফরিদপুর “ভলভো ওয়ান স্টপ সেলস এন্ড সার্ভিস সেন্টার”
/1 Comment/in News /by rakplanetফরিদপুর শহরে নতুন আঙ্গিকে পশ্চিম খাবাশপুর,বরিশাল রোড,ফরিদপুরে (আরামবাগ হাঁসপাতাল সংলগ্ন) ২৭-০৮-২০১৫ তারিখে এর শুভ উদ্বোধন করা হয় ।